January 19, 2025
আন্তর্জাতিক

জার্মানিতে ছুরিকাঘাতে ৩ জনের মৃত্যু

জার্মানিতে এক ব্যক্তির এলোপাথাড়ি ছুরিকাঘাতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুন) দেশটির বাভারিয়া অঞ্চলের উজবুর্গ শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে পুলিশ। তার বয়স ২৪ বছর। পুলিশ বলেছে, সেখানে আর কোনো হামলার আশঙ্কা নেই। তবে এই হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

হামলার পর বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াকিম হারমান বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম।

পুলিশ বলেছে, সোমালিয়ার ওই ব্যক্তি ২০১৫ সাল থেকে ওই উজবুর্গ শহরে বসবাস করেন। তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *