জামালপুর সিভিল সার্জনসহ ৬ জনের করোনা পজেটিভ
জামালপুর জেলা সিভিল সার্জন, জামালপুর জেনারেল হাসপাতালের দুই চিকিৎসকসহ ছয় জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ল্যাবে প্রথম ধাপের নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাদের করোনা সংক্রমণ ধরা পড়ে।
জেলা সিভিল সার্জন ছাড়াও সদর হাসপাতালের দুই চিকিৎসকের প্রতিবেদনও পজেটিভ আসে। এছাড়া সদরের দুই যুবকের করোনা পজেটিভ আসে। আক্রান্ত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি। জেলায় এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ জন।
জামালপুর জেলা সিভিল সার্জন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।