জামালপুরে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক বিরোধের জের ধরে সিয়াম নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে তার চাচা। গতকাল সোমবার বিকেলে চাঁপারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম (৮) চাঁপারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁপারকোনা গ্রামের মনছুরের সাথে তার চাচাতো ভাই সোহেলের পারিবারিক বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে সোহেল সিয়ামের বাবা মনছুরকেও মারধর করে। আজ সোমবার বিকেলে মনছুরের ছেলে সিয়াম ও মেয়ে মিম (৭) সোহেলের বাড়ির কাছে প্রাইভেট পড়তে যায়। এসময় সোহেল ধারালো অস্ত্র দিয়ে সিয়ামকে গলা কেটে হত্যা করে এবং মীমের বুকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মীমকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি), মাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি ও অভিযুক্ত সোহেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।