December 21, 2024
জাতীয়

জামালপুরে শ্মশান ঘাট থেকে নবজাতক উদ্ধার

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

জামালপুরের বকশীগঞ্জ পৌর শ্মশান ঘাট থেকে এক নবজাতককে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান জানান, পৌরসভার নারী কাউন্সিলর রহিমা বেগম শুক্রবার সকালে তাকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি সুস্থ রয়েছে।

কাউন্সিলর রহিমা বলেন, ভোরে পৌরসভার কেন্দ্রীয় শ্মশান ঘাটের পাশ দিয়ে তিনি রাস্তায় হাঁটার সময় নবজাতকের কান্না শুনতে পান। কাছে গিয়ে নবজাতক মেয়েশিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সে সময় আশপাশে কাউকে দেখতে না পেয়ে তিনি নিজেই শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। আদালতের সিদ্ধান্তের পর পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *