জামালপুরে শ্বাসকষ্টে বৃদ্ধার মৃত্যু, পরীক্ষার পর দাফন হবে
দক্ষিণাঞ্চল ডেস্ক
জামালপুরের বকশীগঞ্জে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, মঙ্গলবার সকাল ৯টায় বকশীগঞ্জ উপজেলার কুশলনগর গ্রামে এ বৃদ্ধা নারী মারা যান। তিনি ঢাকার উত্তরায় তার ছেলের বাসা থেকে গত ২২ মার্চ বাড়ি ফেরেন।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই বাড়িতে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, তার নাকের ভেতরের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে। এরপর তার দাফন সম্পন্ন হবে।
বৃদ্ধার ছেলে আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, তার মা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগতেছিলেন। বেশি অসুস্থ্ হলে চিকিৎসকরা বাড়িতে রেখে চিকিৎসার পরামর্শ দেন। পরে তাকে গ্রামের বাড়িতে আনা হয়। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।