December 30, 2024
জাতীয়

জামালপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলি জানিয়েছে। নিহতের নাম রফিকুল ইসলাম (২০)। মোটর সাইকেলে তার সঙ্গী অন্তর মিয়া (২০) আহত হয়েছেন। তারা দুজনেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি এসএসসি পরীক্ষায় বকশীগঞ্জ উপজেলার রাহেলা কাদের উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অংশ নিচ্ছিলেন।

বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী জানান, সকালে রফিকুল ও অন্তর মোটর সাইকেলে বকশীগঞ্জে যাচ্ছিল। সূর্যনগর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রæত গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। গুরুতর আহত দুজনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। আহত অন্তর মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রফিকুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম আমখাওয়া  গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। আহত অন্তর একই গ্রামের জলিল মিয়ার ছেলে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *