জাপা নেতা শহীদ আবুল কাশেমের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত
গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টি খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ, শহীদ শেখ আবুল কাশেমের ২৪তম মৃত্যুবার্ষিকী বেলা ১১টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৯৫ সালের এদিনে প্রকাশ্য দিবালোকে নগরীর খুলনা বেসিক ব্যাংকের সামনে দৃস্কৃতিকারীদের গুলিতে নিহত হন। যথাযথ মর্যাদায় তাঁর মৃত্যুবার্ষিকী খুলনা জেলা ও মহানগর জাপার উদ্যোগে পালন করা হয়।
এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে গরীব-দুস্থদের খাবার বিতরণ করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং জেলা জাপার সহ-সম্পাদক জি এম বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ জেলা জাপা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর জাপার সদস্য সচিব মোল্যা শওকত হোসেন বাবুল, শেখ সাদী, এরশাদুজ্জামান ডলার, অধ্যাপক গাউসুল আজম, রিয়াজ উদ্দিন, শাহ লায়েকুল্লাহ, তোবারেক হোসেন তপু, রহমত আলী খান, প্রিন্স হোসেন কালু, শাহরিয়ার নাজিম, শেখ মোঃ আব্দুল আজিজ, আব্দুল গফফর মাস্টার, মোঃ শফিকুল ইসলাম বাচ্চু, আশা মল্লিক, আলাউদ্দিন ফকির, মাজার জোয়ার্দ্দার পান, হাসানুর রশিদ রাসেল, অপূর্ব দত্ত নেকু, মিন্টু হাওলাদার, গাজী মোশাররফ হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ রাসেল, কাছেদ আলী,মিরাজ উদ্দিন, নজরুল ইসলাম বিশাল, এম এ রব, মোঃ বাদশা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ২৪ বছর আগে শহীদ শেখ আবুল কাশেম হত্যাকান্ডের বিচার আজও খুলনাবাসী পায়নি। তেমনিভাবে এ্যাড. মঞ্জুরুল ইমাম, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবীর বালুসহ সকল হত্যাকান্ডের বিচার নিস্পন্নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।