November 26, 2024
আন্তর্জাতিককরোনা

জাপানে জরুরি অবস্থার মেয়াদ বাড়লো

করোনা ভাইরাস প্রতিরোধে জাপানে জারি করা জরুরি অবস্থার মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ালেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে সোমবার (০৪ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা প্রায় ১৫ হাজার এবং মারা গেছেন পাঁচশতাধিক মানুষ।

চলতি সপ্তাহের বুধবার (০৬ মে) জরুরি অবস্থার সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। এরইমধ্যে নতুন করে জরুরি অবস্থার সময়সীমা ৩১ মে পর্যন্ত বাড়ালেন শিনজো আবে এবং এর পেছনের কারণগুলো ব্যাখ্যা করতে বিকেলে একটি সংবাদ সম্মেলন করবেন তিনি।

তবে এবার জাপানে কিছু বিধিনিষেধ শিথিল করে অর্থনৈতিক কার্যক্রম ফের সচল করতে পারে সরকার। সংক্রমণের ঝুঁকি কম এমন স্থান, যেমন- পার্কগুলো চালু করে দেওয়া হতে পারে।

জরুরি অবস্থা চলাকালীন গভর্নররা জনগণকে বাড়িতে অবস্থান করতে এবং ব্যবসা বন্ধ রাখতে বলতে পারেন। তবে সেটি না মানলে কোনো শাস্তির ব্যবস্থা নেই।

এদিকে করোনা ভাইরাসের কারণে ভয়াবহ মন্দার ঝুঁকিতে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটি। এ পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে জাপানের সংসদে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *