জাপানের সর্বোচ্চ সম্মাননা পেলেন দুই বাংলাদেশি
প্রেস বিজ্ঞপ্তি
জাপান সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘অর্ডার অব দা রাইজিং সান’ সম্মাননায় ভ‚ষিত হয়েছেন দু’জন বাংলাদেশি নাগরিক নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ২০২১ সালের জন্য তারা এ সম্মাননা পেয়েছেন। গত বৃহস্পতিবার বসন্তকালীন রাজকীয় সম্মাননা পাওয়া বিদেশিদের নাম ঘোষনা করে ঢাকায় জাপান ধূতাবাস। মতিউর রহমান ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রথম প্রেসিডেন্ট ছিলেন। এ ছাড়া তিনি উত্তরা গ্রæপ অব কোম্পানীজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মোটরসাইকেল এসেম্বলারস এন্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিমামা) এর সভাপতি। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় মতিউর রহমান ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোসেটে’ সম্মাননায় ভ‚ষিত হয়েছেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। তার অব্যাহত ভ‚মিকার ফলে বর্তমানে বাংলাদেশে তিন শতাধিক জাপানি কোম্পানী কাজ করছে এবং গত ১০ বছরে এ সংখ্যা হয়েছে তিন গুন। জাপান সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ বিভিন্ন খাতে অনবদ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতি বছর দেশটি এ সম্মাননা দিয়ে থাকে।