জানমালের নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় সভা অনুষ্ঠিত
খুলনা বিভাগের নিরাপত্তা সম্পর্কে ‘সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা’ সংক্রান্ত বিভাগীয় সভা গতকাল সোমবার সকালে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, সব অফিসের গুরুত্বপূর্ণ স্থানসমূহে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে। খাদ্যে ভেজাল রোধে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্বশীল থাকতে অনুরোধ জানানো হয়। সকল জেলা প্রশাসকদের মাধ্যমে জানা যায় বাল্যবিবাহের হার নিয়ন্ত্রণে খুলনার অবস্থা আশাব্যঞ্জক। খুলনার বিভিন্ন জেলার সাথে যোগাযোগ ভাল রাখতে সড়ক ও জনপথ বিভাগকে দৃষ্টি আকর্ষণ করা হয়। সভাপতি অবৈধ স্থাপনা অপসারণে দ্রæত ব্যবস্থা নিতে এবং নদী, খাল-বিল মুক্ত রাখতে সভাপতি সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেন।
জেলা কমিটি ১৬ তলা পর্যন্ত বিল্ডিং করার অনুমতি দিতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সভায় প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়। সভায় ১০ জেলার জেলা প্রশাসকসহ বিভাগীয় পর্যায়ের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।