জাদু দেখাতে গিয়ে জাদুকরের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমান (৫৫) নামে এক জাদুকরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান মেহেরপুর জেলার গাংনী উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজু আহমেদ জানান, বিকেলে আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের মাঠে আব্দুর রহমান দর্শকদের জড়ো করে জাদু দেখাচ্ছিলেন। তখন ফায়ার ম্যাজিক খেলা দেখাতে গিয়ে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায় বলে জানান তিনি।