জাতীয় হৃদরোগ হাসপাতালে ৩০ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৯ জন চিকিৎসক এবং ১৫ জন নার্সসহ মোট ৩০ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. কাজল কুমার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘৮ জন চিকিৎসক ও ১৬ জন নার্স ছাড়াও ২ জন ওয়ার্ড মাস্টার, ৩ জন ওয়ার্ড বয় এবং একজন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আরও ১৫ জন চিকিৎসক ও ৩৭ জন নার্স কোয়ারেন্টিনে আছেন।’
কাজল কুমার বলেন, হাসপাতালের চিকিৎসাধীন ভর্তি রোগীরদের মধ্যে সন্দেহজনকভাবে পরীক্ষার পর ১০ জনের করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে ২ জন মারা গেছেন। মৃত ২ জনের মধ্যে একজন ১৩ বছরের শিশু। হাসপাতালে ভর্তিকৃত এসব রোগীদের চিকিৎসা দিতে গিয়েই চিকিৎসক ও নার্স আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।
তিনি জানান, গত তিন দিনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগীসহ আরও ১০৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের অনেকর পজেটিভ আসার সম্ভবনা আছে। তবে হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে, দেশে এ পর্যন্ত ৩১৪ জন চিকিৎসকসহ ৭২৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নার্স ১৫০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ২৬৩ জন।