জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে সাতক্ষীরার আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ও তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভীর সহায়তায়, উত্তরণ ওয়াশ এসডিজি প্রোগ্রাম বাংলাদেশ প্রকল্পের আয়োজনে সোমবার সকালে আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কনফারেন্স রুমে হাত ধোয়া অনুশীলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিমের উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা, হাত ধোয়ার নিয়মাবলী হাতে কলমে প্রশিক্ষণ প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসরিন খান লিপি। উক্ত কার্যক্রম পরিচালনা করেন উত্তরণের ওয়াশ এসডিজি প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার (টেকনিক্যাল এন্ড এ্যাডভোকেসি) শেখ রুসায়েদ উল্লাহ। উক্ত অনুষ্ঠানে হাত কেন ধোয়া প্রয়োজন, নিরাপদ পানি কী, নিরাপদ পানি দিয়ে হাত ধোয়ার গুরুত্ব, কখন কখন হাত ধোয়া দরকার এবং নিরাপদভাবে হাত ধোয়ার নিয়মাবলী হাতে কলমে শিক্ষার্থীদেরকে শেখানো হয়।