জাতীয় সমাজসেবা দিবস আজ
তথ্য বিবরণী
খুলনায় আজ ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস পালন করা হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সমাজসেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি’।
সকাল সাড়ে ১০টায় খুলনার শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে অফিসার্স ক্লাবে এসে শেষ হবে। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।