জাতীয় সংসদের হুইপ খুলনা আসছেন আজ
তথ্য বিবরণী
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দুই দিনের সফরে আজ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী হুইপ ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় খুলনা হোটেল সিটি ইন-এ খুলনা বিভাগের আওয়ামী লীগের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের যৌথ সভায় যোগদান এবং বিকাল পাঁচটায় সার্কিট হাউস সম্মেলনকক্ষে বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। তিনি ২৫ সেপ্টেম্বর সকালে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।