জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় শ্রমিক ফেডারেশন, খুলনা জেলা কমিটির এক জরুরী সভা সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও স্কপ নেতা কামরুল আহসান।
সভায় সর্বসম্মতক্রমে মোজাম্মেল হককে জেলা সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের জাতীয় মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আজ রবিবার বেলা ১১টায় খালিশপুর শিল্পাঞ্চলে জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সভায় সকল পাটকল শ্রমিকদের মিছিলে অংশ নেয়ার জন্য আহŸান জানানো হয়। সভায় বক্তব্য রাখেনÑজেলা সহ-সভাপতি শেখ মফিদুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, জেলা নেতা দেলোয়ার উদ্দিন দিলু, আব্দুস সাত্তার মোল্লা, মনিরুজ্জামান, ফারুখ-উল ইসলাম, নারায়ণ সাহা, আমিরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।