January 22, 2025
আঞ্চলিক

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কেইউজে’র সভা

 

খবর বিজ্ঞপ্তি

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টায় ইউনিয়নের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি।

সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭৫ এর ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বিএফইউজে’র সাবেক কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডলের মাতা সুমতি বালা মন্ডল পরলোকগমন করা শোক প্রকাশ করা হয়।

সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে কেইউজে’র কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ই আগস্ট সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শোক পতাকা উত্তোলন, বুকে কালো ব্যাজ ধারণ, সকাল ১০টায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান, বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল, পরে তবারক বিতরণ, এছাড়া দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত ও বঙ্গবন্ধুর ভাষণ স¤প্রচার।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *