January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশিক্ষাশীর্ষ সংবাদ

জাতীয় শোক দিবসে কেইউসিসি’র ভার্চুয়াল বইপড়ার প্রতিযোগিতা 

রেজওয়ান আহম্মেদ, খুবি প্রতিনিধি

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (কেইউসিসি) ভার্চুয়াল বই পড়ার প্রতিযোগিতা ‘বইপোকার সন্ধানে ১.০’ আয়োজন করেছে। শনিবার দুপুর ১টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ থেকে ৬১৭ জন এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেছেন।

ক্লাব সূত্রে জানা গেছে, বাংলাদেশের যেকোনো স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশনের জন্য ইভেন্টের ওয়েবসাইটে (https://kuccbp.com//user/register) গিয়ে একাউন্ট খুলতে হবে। পরবর্তীতে স্ব স্ব একাউন্ট থেকে প্রতিযোগীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন করতে কোন ফি দিতে হবে না এবং ৫ আগস্ট অবধি শিক্ষার্থীরা ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করতে পারবেন।

আরও জানা যায়, প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ৫টি বই, অসমাপ্ত আত্মজীবনী (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান), মা (আনিসুল হক), যদ্যপি আমার গুরু (আহমদ ছফা), নিঃসঙ্গতার একশ বছর (গ্যাব্রিয়েল মার্সিয়া মার্কেস) এবং অ্যা গোল্ডেন এজ (তাহমিদা আনাম)- এই ৫টি বই পড়তে হবে। প্রতিটি বই হতে ২০ টি করে মোট ১০০ টি এমসিকিউ প্রশ্ন আসবে, উত্তর দেওয়ার জন্য প্রতিযোগীরা ৬০ মিনিট সময় পাবেন। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম পাঁচজন সর্বমোট ৫০০০ টাকার সমমূল্যের বই উপহার হিসেবে পাবেন। এছাড়াও, প্রথম পঞ্চাশ জনের জন্য থাকবে ই-সার্টিফিকেট।

এ বিষয়ে কেইউসিসির সভাপতি মো. রাকিবুর রহমান তামিম বলেন, ‘ভিন্নভাবে দেখতে জীবন, বই হলো তৃতীয় নয়ন’ স্লোগানকে সামনে রেখে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৫ মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে। দীর্ঘ বন্ধে শিক্ষার্থীরা একঘেয়েমিতে আর নিরানন্দে সময় কাটাচ্ছে। বই পড়তে উৎসাহী হলে তারা তাদের এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে পারবে। এই লক্ষ্যকে মাথায় রেখেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।

প্রসঙ্গত, কেইউসিসি ২০১৯ সালের ১৪ অক্টোবর যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *