জাতীয় যুব সংহতি, খুলনা জেলা’র বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল উদ্দিন শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় যুব সংহতি, খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জাতীয় যুব সংহতি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, জেলা সাধারণ সম্পাদক এস এম এরশাদুর জামান ডলার, জি এম বাবুল, শহীদুল কাদির উৎসব, প্রিন্স হোসেন কালু, ইফতেখার আহমেদ, আব্দুল আজিজ, মোঃ শাহীন, মিল্টন গোলদার, অসীম কুমার মল্লিক, মঞ্জু বিশ্বাস, সুমিত্র কুমার দত্ত, মোঃ লিটু, মাহাবুব, মোঃ মফিজ, সিরাজুল ইসলাম, জাকারিয়া বাবু, ওয়াহিদুজ্জামান বাদল, মাজার জোয়াদ্দার পান, গাজী মোশাররফ হোসেন, অপূর্ব দত্ত নেকু, এজাজ আহমেদ, মোঃ ইউসুফ হোসেন রাহুল, গাজী খোকন প্রমুখ।
অপরদিকে জাতীয় যুব সংহতি, রূপসা উপজেলা সভাপতি ইফতেখার আহমেদের বড় বোন মিসেস লাকী (৫২) এবং কপিলমুনী ইউনিয়ন সাধারণ সম্পাদক ও পাইকগাছা উপজেলা সদস্য শেখ হাবিবুর রহমানের পিতা শেখ মজিবুর রহমান (৮৩) মৃত্যুবরণ করায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন জাতীয় যুব সংহতি, খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।