জাতীয় যুব সংহতি’র আলোচনা সভা
জাতীয় যুব সংহতি’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আগামী ২ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে সামনে হতে এক বর্ণাঢ্য র্যালী এবং র্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে গতকাল রবিবার মাগরিব বাদ যুব সংহতি খুলনা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতি’র কেন্দ্রীয় কমিটি শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা ঊর্ধ্বতন সহ-সভাপতি জি এম বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক ডাঃ এম এ হাদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম এরশাদুজ্জামান ডলার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু, মহানগর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবনেতা ইফতেখার আহমেদ, মাজার জোয়ারদার পান, অপূর্ব দত্ত নিকু, বাদল হাওলাদার, রাহুল আহমেদ, সাজু, গাজী মোশাররফ প্রমুখ।