জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস কাল
তথ্য বিবরণী
আগামীকাল ২৮ এপ্রিল খুলনায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন করা হবে। দিবসটি পালন উপলক্ষে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ’।
২৮ এপ্রিল সকাল সাড়ে আটটায় খুলনা শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ র্যালি বের হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।