জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু বিরোধী দলীয় নেতা আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় খুলনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু এবং দোয়া পরিচালনা করেন অধ্যাপক এড. গাউসুল আজম।
অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন জাপার খুলনা জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, ওলামা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মওলানা এস এম আল জোবায়ের, জেলা জাপার সহ-সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, জি এম বাবুল, শাহজাহান আলী সাজু, রহমত আলী খান, জাপা নেতা শেখ সাদী, শাহ লায়েক উল্লা, তোবারক হোসেন তপু, আশরাফুল ইসলাম সেলিম, সহিদুল কাদির উৎসব, সাইফুল ইসলাম মোল্যা, প্রিন্স হোসেন কালু, মাজাহার জোয়ার্দ্দার পান, কাজী হাসানুর রশীদ রাসেল, এজাজ খান, গাজী মোশাররফ হোসেন, আশা মল্লিক, রেজা মহসিন, নূরুল হক, সঞ্চয় গোলদার, শফিকুল ইসলাম, মোঃ বাদল, আমির আলী, সাজু সানা, রেজাউল মাছি, আব্দুস সালাম, কামরুল ইসলাম, মোঃ দেলোয়ার প্রমুখ।
অপরদিকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু খুলনা জেলার উপজেলা ও ইউনিয়ন শাখায় চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেন।