May 11, 2025
আঞ্চলিক

জাতীয়করণের দাবিতে খুলনায় প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

দ: প্রতিবেদক

সারাদেশে আরো ৭ হাজার ২২৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু করেছেন শিক্ষকরা। গতকাল শুক্রবার বিকালে দাবি আদায়ে খুলনার লবণচরায় হাজী আব্দুল মালেক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। নবজাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এ সমাবেশের আয়োজন করে।

এতে বলা হয়, ২০১৩ সালে জাতীয়করণের যাচাই-বাছাই থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়ে। ফলে প্রায় ৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত ৩০ হাজার শিক্ষক সরকারি বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দিন।

সমাবেশে প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন শিক্ষক নেতা শেখ মতিয়ার রহমান, মো. জাহিদুল ইসলাম, সুমন হাসান, অহিদুল ইসলাম প্রমুখ। আগামী ৯ জানুয়ারি একই দাবিতে ঢাকায় শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *