জাতিসংঘে রাশিয়ার শীর্ষ কূটনীতিক লাভরভের সঙ্গে বৈঠক করবেন পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রাশিয়ার শীর্ষ কূটনীতিক সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাত করবেন। রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।
এ দুই শীর্ষ কূটনীতিক গত মে মাসের মাঝামাঝি সময়ে রাশিয়ার সোচিতে সর্বশেষ বৈঠক করেন।
এরপর ওয়াশিংটন ও মস্কো ১৯৮৭ সালে করা তাদের ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বর্জনের ঘোষণা দেয়। এই চুক্তি পরমাণু ও প্রচলিত মাঝারি পাল্লার অস্ত্রের ব্যবহার সীমিত ছিল।
এই চুক্তির সমাপ্তির ফলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশংকা বৃদ্ধি পায়।
এই উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজমানতায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা প্রায় মস্কো’র বিদেশ নীতি বিশেষ করে ইউক্রেন ও সিরিয়া নীতির সমালোচনা করে থাকে।