জাজিরায় ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ
দক্ষিণাঞ্চল ডেস্ক
শরীয়তপুরের জাজিরা উপজেলায় দশ টাকা কেজি দরের ৪৪ বস্তা চাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস ওই ডিলারের খাতাপত্র ও চাল জব্দ করেছেন।
ইউএনও কার্যালয় থেকে জানা যায়, হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য উপজেলার ১২টি ইউনিয়নে ১২ জন ডিলার নিয়োগ করা হয়েছে। বড়কান্দি ইউনিয়নে নিয়োগ পান নাসির মৃধা। তার দোকান বড়কান্দি ইউনিয়নের নয়াবাজারে। ৩০০ জনের জন্য এপ্রিল মাসের বরাদ্দ ১৮০ বস্তা চাল উত্তোলন করেছেন তিনি। মঙ্গলবার ছিল চাল বিতরণের নির্ধারিত দিন।
ইউএনও সাংবাদিকদের বলেন, চাল বিতরণে অনিয়মের গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে তিনি সরেজমিনে তদন্তে যান। সেখানে গিয়ে ডিলারের চাল বিতরণ খাতা ও মজুদ পরীক্ষা করে অনিয়ম দেখতে পান।
৩০০ কার্ডধারীর মধ্যে ২৪০ জনের চাল বিতরণ দেখে মজুদ পরীক্ষা করি। মজুদে ৬০ বস্তা চাল মজুদ থাকার কথা থাকলেও মজুদ পাওয়া যায় মাত্র ১৬ বস্তা; ৪৪ বস্তা চালের হদিস নেই। এরপর ডিলারের খাতাপত্র ও মালামাল জব্দ করে নিয়ে আসি।
খাতাপত্র পরীক্ষা-নিরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ওই সময় বিতরণকারী কর্মকর্তা জাজিরা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রুমি আকতারকে সেখানে পাওয়া যায়নি। পরে ফোন করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে পরে কথা বলবেন জানিয়ে সংযোগ কেটে দিন। ডিলার নাসির বেপারীকে তার দোকানে পাওয়া যায়নি। তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।