December 22, 2024
বিনোদন জগৎ

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র ট্রেলারে কঙ্গনার চমক

কঙ্গনা রনৌত ও রাজকুমার রাও অভিনীত আলোচিত সিনেমা ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ মুক্তি পাচ্ছে ২৬ জুলাই। মুক্তি উপলক্ষে মঙ্গলবার (২ জুলাই) ইউটিউবে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। যা রীতিমত দর্শকদের চমকে দিয়েছে।

এক দিনেই ট্রেলারটি চার মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। এতেই বোঝা যাচ্ছে সিনেমাটি দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

০২ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারটি দর্শকদেরকে একটু উঁকি ঝুঁকি দিয়ে যা দেখিয়েছে, তাতেই মুগ্ধ সবাই।

একটি খুনের রহস্যকে কেন্দ্র করে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। এখানে দু’টি প্রধান চরিত্র দেখা যাবে, ববি (কঙ্গনা রনৌত) ও কেশবকে (রাজকুমার রাও)।

প্রকাশ কোবেলামুদি পরিচালিত সিনেমাটির কাহিনী লিখেছেন ‘মনমর্জিয়ান’খ্যাত চিত্রনাট্যকার কণিকা ঢিলন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *