জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান
খানজাহান আলী থানা প্রতিনিধি
জাগ্রত ব্যবসায়ী ও জনতার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম, সাধারণ সম্পাদক আল মাহমুদ সুমনসহ কেন্দ্রীয় কমিটির সদস্যদের বৃহস্পতিবার রাতে ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে খানজাহান আলী থানা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের (রেজি.২২৬৭) পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
খানজাহান আলী থানা ইকেট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রওশাদ আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর শেখ ইউনুস আলী, মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. শাহজাহান শিকদার।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু, কো-চেয়ারম্যান কাজী জিনাত জিনি, কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা নুর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. ফাহিম, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারহান তোহা, কেন্দ্রীয় যুগ্ন প্রচার ও প্রকাশনা মো. রাসেল মিয়া. মহিলা বিষয়ক রোকসানা আক্তার পপি, কেরানীগঞ্জ উপজেলা সভাপতি হাজী হাবিবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ঢাকার নবাবপুরের সভাপতি মো. জাকির হোসেন ও সিরাজগঞ্জ শাখার সভাপতি মো. মোবারক হোসেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন থানা সাংগঠনিক সম্পাদক মো. নুর আলম, কোষাধ্যক্ষ এম এ বারী, দপ্তর মো. সাহাবুদ্দিন, প্রচার এবিএম ইসরাকুল হক, সমাজ কল্যাণ মো. বাবুল হোসেন। অনুষ্টানে খানজাহান আলী থানা ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলো।