জাকজমকপূর্ণ আয়োজনে ফাতিমা উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী আজ
শশাংক স্বর্ণকার
আজ ও আগামীকাল দুইদিন ব্যাপী ফাতিমা উচ্চ বিদ্যালয়ে ৬০ বছর পূর্তি ‘হীরক জয়ন্তী’ উদ্যাপন উপলক্ষ্যে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সম্মিলিতভাবে বিভিন্ন মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রথমদিনে সকাল ৭টায় র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, মোড়ক উন্মোচন (সভাপতি ও প্রধান অতিথি), পরিচিতিপর্ব ও স্মৃতিচারণ, নামাজের বিরতি ও দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, নামাজের বিরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট এবং রাত ৯টায় শুভরাত্রি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজেস কুমার রায়না, ভারতীয় সহকারী হাই কমিশনার, খুলনা এবং সভাপতিত্ব করবেন রাইট রেভা. জেমস্ রমেন বৈরাগী বিশপ, খুলনা ধর্মপ্রদেশ। দ্বিতীয় দিনে সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পটসঙ্গীত, নামাজের বিরতি ও দুপুরের খাবার, স্মৃতিচারণ, সমাপনী অনুষ্ঠান, সমাপ্তি ঘোষণা (সভাপতি ও অতিথিবৃন্দ), নামাজের বিরতি, নৃত্যানুষ্ঠান ও কনসার্ট এবং রাত ১০টায় শুভরাত্রি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা, বিশেষ অতিথি থাকবেন শেখ হারুনুর রশীদ, চেয়ারম্যান, খুলনা জেলা পরিষদ, খুলনা ও সিস্টার ক্লারা ঘরামী রেজোনাল, সুপিরিয়র ও.এস.এল, বাংলাদেশ এবং সভাপতিত্ব করবেন রাইট রেভা. জেমস্ রমেন বৈরাগী, বিশপ, খুলনা ধর্মপ্রদেশ।