জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কেশবপুর অবহিতকরণ সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতাঙ্ক নির্মুলের লক্ষে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি)-২০১৯ উপলক্ষে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে গতকাল বৃহস্পতিবার সকালে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনের সভাপতিত্বে ও ডাঃ সৌমেন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার অলোকেশ কুমার সরকার। অনুষ্ঠানে সার্বিক আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণ শাখার চিকিৎসক ডাঃ বশির আহম্মেদ।