November 24, 2024
আন্তর্জাতিক

জরুরি অবতরণের পরই আগুন ধরে গেল মার্কিন পরমাণু বোমারু বিমানে

কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণের পরই আগুন ধরে গেল মার্কিন অত্যাধুনিক পরমাণু বোমারু বিমান বি-২ স্পিরিটে।

শনিবার আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের একটি বিমান ঘাঁটিতে এই ঘটনা ঘটেছে বলে মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

বিমানের অস্বাভাবিক অবতরণের ফলে ঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বি-২ স্পিরিট বিমানটি এভাবে জরুরি অবতরণের কারণে তাতে আগুন ধরে যায় এবং ঘাঁটির ফায়ার ফাইটার দল দ্রুত তা নিভিয়ে ফেলে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিল এবং জরুরি অবতরণের প্রয়োজন হল তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

মার্কিন সামরিক বাহিনী দাবি করে আসছিল বি-২ স্পিরিট হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক কৌশলগত বোমারু বিমান যা পরমাণু বোমা বহনে সক্ষম। এ বিমানের প্রতিটির দাম বর্তমানে ২১৫ কোটি ডলার। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বিমান।

এর আগে গতবছর একটি বি-টু স্টিলথ বোমারু বিমান কারিগরি ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূত্র: মিলিটারি ডটকম

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *