January 21, 2025
জাতীয়

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদ ৩০ জুন পর্যন্ত

দক্ষিণাঞ্চল ডেস্ক

নতুন সড়ক আইন কার্যকর হওয়ায় জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সরকার। সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের দেওয়া প্রতিশ্রæতি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত এই সময় দিয়ে গতকাল সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর বা ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র আগামী ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করা যাবে। এই সময়ের পর জরিমানা ছাড়া আর সুযোগ দেওয়া হবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শাস্তির মাত্রা বাড়িয়ে প্রণীত নতুন সড়ক পরিবহন আইন গত বছরের শেষ দিকে সরকার কার্যকর করার পর কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলে ধর্মঘটে যায় পরিবহন মালিক-শ্রমিকরা।

তার পরিপ্রেক্ষিতে পরিবহন-মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এখন চালকরা যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালাচ্ছেন, আপাতত সেভাবেই গাড়ি চালাতে পারবেন। লাইসেন্স হালনাগাদ করতে আগামী জুন মাস পর্যন্ত সময় দেওয়া হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *