জম্মু-কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
জম্মু-কাশ্মীরে গুল মোহাম্মদ মীর নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে। নিহত গুল মোহাম্মদ বিজেপির জেলা শাখার সহ-সভাপতি। দলের দাবি, স¤প্রতি গভর্নর সত্য পাল মালিকের নির্দেশে গুল মোহাম্মদ মীরের নিরাপত্তা তুলে নিয়েছিলো রাজ্য প্রশাসন।
ঘটনার বর্ণনায় পুলিশ জানায়, তিন সন্ত্রাসী তার নওগাম ভেরিনাগ এলাকার বাড়িতে এসে গাড়ির চাবি চায়। গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় তারা গুল মোহাম্মদকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান। সন্দেহভাজনদের ধরতে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
বিজেপির জম্মু-কাশ্মীর শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। উপত্যকার শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও দাবি জানিয়েছে তারা।