December 22, 2024
আঞ্চলিক

জমে উঠেছে খুলনাবাসীর প্রাণের বইমেলা

দ. প্রতিবেদক

গতকাল বৃহস্পতিবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২০তম দিন। জমে উঠেছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। প্রাত্যহিক আয়োজনে বইমেলার মঞ্চে বিকাল ৪টায় নর্দান ইউনিভার্সিটি, খুলনা এর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় সাহিত্য সংসদ এর পরিবেশনায় এসএম হারুনুর রশিদ বাচ্চু’র জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান হয়। সন্ধ্যা ৬.৩০ মিনিটে আনোয়ারা বেগম স্মারকগ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আশরাফুল মকবুল, সচিব (অবঃ), বাংলাদেশ সরকার এবং বিশেষ অতিথি ছিলেন জাফর ইমাম, শিক্ষাবিদ, সাবেক অধ্যক্ষ (অবঃ) সরকারি ব্রজলাল কলেজ, খুলনা, প্রফেসর আব্দুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ, খুলনা এবং গোলাম মোস্তফা সিন্দাইনী, সাংবাদিক, দৈনিক পূর্বাঞ্চল।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বেগম মাজেদা আলী, শিক্ষাবিদ ভাষা সৈনিক নারী নেত্রী, সাবেক উপাধ্যক্ষ(অবঃ) সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সার্বিক আয়োজনে ছিলেন- ড. সৈয়দা লুৎফুন নাহার, সাবেক ছাত্রী ও প্রাক্তন অধ্যক্ষ(অবঃ) খুলনা সরকারি মহিলা কলেজ। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘সাহিত্য সংসদ সঙ্গীত একাডেমি’ এবং ‘দুখু মিয়ার পাঠশালা’ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুন্নাহার হীরা, কিশোর কুমার বাড়ৈ ও শাহারুজ্জামান। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *