December 22, 2024
আঞ্চলিক

জমে উঠেছে খুবি অফিসার্স কল্যাণ পরিষদ নির্বাচন

 ৮ পদে প্রার্থী ৩১ জন

দ: প্রতিবেদক

আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচন জমে উঠেছে। আজ ১৫ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে ৮টি পদে ৩১ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে। আগামীকাল মনোনয়ন পত্র বাছাই, পরদিন ১৭ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৮ জুলাই চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার উপ-রেজিস্ট্রার জিএম লুৎফর রহমান।

প্রার্থীরা হলেন সভাপতি পদে উপ-পরিচালক শেখ মুজিবুর রহমান (অর্থ ও হিসাব বিভাগ), উপ-প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান (প্রকৌশল বিভাগ)। সহ-সভাপতি পদে উপ-পরিচালক জি এম আনিসুর রহমান (অর্থ ও হিসাব বিভাগ), সহকারী রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী (এস্টেট শাখা), সহকারী রেজিস্ট্রার মাসুদুর রহমান মিয়া (সিএসই ডিসিপ্লিন), উপ-রেজিস্ট্রার মোঃ শহিদুল আলম হাওলাদার (বিবিএ ডিসিপ্লিন)। সাধারণ সম্পাদক পদে উপ-রেজিস্ট্রার মোঃ তারিকুজ্জামান (ট্রেজারারের দপ্তর), উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল (সংস্থাপন-৪) ও উপ-পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ (অর্থ ও হিসাব বিভাগ)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার তানভীর হোসেন (একাডেমিক শাখা), সহকারী রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান (পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিন)। দপ্তর ও প্রচার সম্পাদক পদে সিনিয়র সায়েন্টিফিক অফিসার সঞ্জয় সাহা (সিআইএসএস), সেকশন অফিসার শেখ আকতার হোসেন (কলা ও মানবিক স্কুল)। অর্থ সম্পাদক পদে সহকারী পরিচালক মোঃ আব্দুর রহমান (অর্থ ও হিসাব বিভাগ), সেকশন অফিসার মোঃ আব্দুল হামিদ বেপারী (পরিসংখ্যান ডিসিপ্লিন)। ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে উপ-পরিচালক এস এম জাকির হোসেন (শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগ), সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেন (গণিত ডিসিপ্লিন)। এছাড়া নির্বাহী সদস্যে ৭টি পদে ১৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন যথাক্রমে সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ আল মামুন (সংস্থাপন-৩), সেকশন অফিসার সুশান্ত অধিকারী (সংস্থাপন-৪), সেকশন অফিসার খান মঞ্জুর মোমেন (প্রশাসন শাখা), সহকারী রেজিস্ট্রার সৈয়দ মিজানুর রহমান (একাডেমিক শাখা), সহকারী পরিচালক এস এম আব্দুল্লাহ শাহানুর কবীর (অর্থ ও হিসাব বিভাগ), পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, সেকশন অফিসার মহাদেব মন্ডল (পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ), সেকশন অফিসার (ল্যাব) সাইদা আক্তার (মেডিকেল সেন্টার), চিফ কম্পাউন্ডার গণেশ চন্দ্র পাল (মেডিকেল সেন্টার), সহকারী রেজিস্ট্রার শেখ আফসার উদ্দীন (সাইটে স্কুল), সেকশন অফিসার সরদার ইসরাফিল হোসেন (বিবিএস্কুল), সহকারী রেজিস্ট্রার আবদুর রহমান (ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন), সহকারী রেজিস্ট্রার লাভলী খাতুন (সামাজিক বিজ্ঞান স্কুল) এবং সেকশন অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম (ডিভেলপমেন্ট স্টাডিজ)।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *