জন্মদিন পালন করে করোনা আক্রান্ত উসাইন বোল্ট
বিশ্ব রেকর্ড গড়া স্প্রিন্টার এবং আটবারের অলিম্পিক স্বর্ণ-পদকজয়ী উসাইন বোল্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি জ্যামাইকায় নিজের ঘরে স্বেচ্ছা-আইসোলেশনে আছেন।
গত সপ্তাহে নিজের ৩৪তম জন্মদিন পালন করেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মানব। যেখানে তার অতিথি হিসেবে ছিলেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিংও। জন্মদিন পালনের পরপরই কোভিড-১৯ টেস্ট করান বোল্ট। সেখানে তার রিপোর্ট পজিটিভ এসেছে।
সোমবার (২৪ আগস্ট) বোল্ট করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, ১০০ ও ২০০ মিটারের দৌড়ে বিশ্ব রেকর্ড গড়া তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বোল্টও এক ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করা সেই ভিডিওতে তিনি বলেন, ‘নিরাপদ থাকার জন্য আমি নিজে থেকে কোয়ারেন্টিনে আছি। বিষয়টাকে সহজভাবে নিন। ’
আর সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘নিরাপদে থাকো আমার লোকেরা। ’