জনসচেতনতাই পারে পাইলস্ থেকে মুক্তি দিতে : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
একমাত্র জনসচেতনতাই পারে পাইলস্ থেকে মুক্তি দিতে। এ রোগ হলে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। পাইলস্ হলে লজ্জা না পেয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। অন্যান্য দিবসের মতো প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পাইলস্ দিবস পালন করতে হবে। যাতে করে জনগণ সচতেন হতে পারে। খুলনায় এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। বিশ^ পাইলস্ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর বিএমএ ভবনের মিলনায়তনে বিশ্ব পাইলস্ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পায়খানায় রক্ত মানেই পাইলস্ নয়, আলসার বা ক্যান্সার হলে বড় ভয়’। উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: জওহর লাল সিংহ।
টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএমএ এর সভাপতি ডা: শেখ বাহারুল আলম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়।
এদিকে বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্যদিয়ে “খুলনা গ্যাস্ট্রো-লিভার এন্ড কোলন-রেকটাম রিসার্চ সেন্টার” এর উদ্যোগে বিশ্ব পাইলস্্ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে সকালে সাড়ে ৯টায় বিএমএ ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় প্রথম পর্বের আলোচনা সভা। আলোচনা শেষে শহীদ ডা: মিলন চত্ত¡র থেকে একটি র্যালী বের হয়।
এছাড়া বিশ^ পাইলস্ দিবসের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে নগরজুড়ে ভ্রাম্যমান সাংস্কৃতিক প্রচার ও গ্যাস্ট্রো-লিভার এন্ড কোলন-রেক্টাম রিসার্চ সেন্টারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে পাইলস্রে আধুনিক চিকিৎসার ওপর এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারী বিভাগের অধ্যাপক ডা: আবু তাহের ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো-ইনটেস্টিনাল সার্জারী বিভাগের সহযেগী অধ্যাপক ডা: জওহর লাল সিংহ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শাহাজাদা, বিএমএ’র সহ-সভাপতি ডা: হারুন-অর-রশিদ, বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ডা: শওকত আলী লস্কর, বিএমএ’র সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: পরিতোষ কুমার চৌধুরী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাসুদ মাহমুদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর শাখার সভাপতি মফিদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাহিনুজ্জামান পন, বামগণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মিজানুর রহমান বাবু, গেøাবাল খুলনার শাহ মামুনুর রহমান তুহিন প্রমুখ।