January 6, 2025
আঞ্চলিক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ১৩ মার্চ খুলনা আসছেন

তথ্য বিবরণী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দুই দিনের সফরে আগামী ১৩ মার্চ (বুধবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৩ মার্চ রাত সাড়ে আটটায় খুলনা বিভাগীয় কমিশনারের বাসভবনে বিভাগীয় প্রশাসন আয়োজিত সংবর্ধনা, মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ১৪ মার্চ সকাল সাড়ে নয়টায় খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে শিক্ষিত তরুণ-তরুণী ও যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ঈধঢ়ধপরঃু নঁরষফরহম শীর্ষক প্রকল্পের আওতায় সফল উদ্যেক্তা ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি, সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রস্তাবিত নতুন ভবন নির্মাণের স্থান, পুরাতন ভবন পরিদর্শন এবং বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে খুলনা এ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অবলোকন করবেন। প্রতিমন্ত্রী দুপুর ১২টায় বটিয়াঘাটায় শেখ রাসেল ইকোপার্কের উন্নয়ন কাজ পরিদর্শন, বেলা দুইটায় রূপসায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় খুলনা বিভাগীয় প্রশাসনের অনন্য উদ্যোগ টিনের পরিবর্তে নির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তর ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় যোগাদান, বিকেল সাড়ে তিনটায় খুলনা অফিসার্স ক্লাবে আয়োজিত পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় শেখ রাসেল দ্বিতীয় আন্ত:বিভাগীয় টেনিস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে তিনি মেহেরপুরের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *