জনপ্রশাসন, তথ্যসহ ৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
দক্ষিণাঞ্চল ডেস্ক
প্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে জনপ্রশাসন, তথ্য, সমাজকল্যাণ, ধর্মসহ নয়টি মন্ত্রণালয় ও বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার তিনজন সচিবের দপ্তর বদল এবং ছয়জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে পৃথক আদেশ জারি করেছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে যাচ্ছেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ। ধর্ম সচিব মো. আনিছুর রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠিয়েছে সরকার। এই বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম আগামী ৫ জানুয়ারি অবসরে যাবেন। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা কামরুন নাহারকে তথ্য সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।
এছাড়া পদোন্নতি দিয়ে আইএমইডির সিপিটিইউ এর মহাপরিচালক মো. আলী নূরকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলামকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
অন্যদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। রাজউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদ পদোন্নতি পেয়ে বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন।
স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে। তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহার তথ্য সচিবের দায়িত্বে আবদুল মালেকের স্থলাভিষিক্ত হচ্ছেন। চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করে আসা আবদুল মালেকের মেয়াদ সোমবারই শেষ হয়েছে।
৫৮ বছর বয়সী কামরুন নাহারের চাকরির মেয়াদ আছে আগামী বছরের নভেম্বর পর্যন্ত। অবসরোত্তর ছুটি শুরুর আগে তার নিজের ক্যাডারে ফিরে আসার বাধ্যবাধকতা ছিল। বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি। ২০১৭ সালের ফেব্রæয়ারিতে কামরুন নাহারকে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই পদে দায়িত্বে তিনিই দেশের প্রথম নারী।
চলতি বছরের জানুয়ারিতে তাকে রাষ্ট্রপতির দশ শতাংশ কোটায় প্রেষণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব দেওয়া হয়। কামরুন নাহারের স্বামী খন্দকার আনোয়ারুল ইসলাম গত অক্টোবর থেকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করে আসছেন।
পরিবর্তন আসা বাকি তিনটি সচিব পদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. রইছউল আলম মÐল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে বছরের শেষ দিন মঙ্গলবার। আর বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব দিয়ে রোববারই আদেশ জারি হয়েছে।