জঙ্গি হামলা সন্দেহে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আনসার ও ভিডিপির বিশেষ নজরদারী
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনায় জঙ্গি আটকের পর বিভিন্ন স্থানে জঙ্গি হামলা সন্দেহে খানজাহান আলী থানা এবং ফুলতলা উপজেলা এলাকার বিভিন্ন গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান এবং জনসমাগম স্থান গুলোতে আনসার ও ভিডিপির সদস্যরা পুলিশের পাশাপাশি উর্ধতন কর্মকর্তার নির্দেশে বিশেষ নজরদারী ও টহল দেন।
আনসার ভিডিপির ফুলতলার উপজেলার সহকারী কোম্পানী কমান্ডার মোঃ মোক্তাদির খান জানান, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা আসিফের নির্দেশনায় টিআই জাহাঙ্গীরসহ বাহিনীর সকল কর্মকর্তা ও সদস্য পুলিশের পাশাপাশি খানজাহান আলী থানা এবং ফুলতলা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, জনসমাগমের স্থান, মিল, ফ্যাক্টরীসহ গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠানে বিশেষ নজরদারী ও টহলের মধ্যে দিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।