জঙ্গি হামলার হুমকিতে দেশের জনগণ ভয় পায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি হামলার হুমকি-ধমকিতে দেশের জনগণ এখন আর ভয় পায় না। তিনি বলেন, দেশে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও সক্ষমতা অনেক বেড়েছে। তারা একের পর এক জঙ্গি আস্তানা গুড়িয়ে দিয়েছে। হুমকির ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও মন্ত্রী জানান। তিনি গতকাল রবিবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীগুলোর কাছ থেকে যেসব বাংলাদেশী নাগরিক হত্যার হুমকি পেয়েছেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তিনি আরও বলেন, দেশের জনগণ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না, অর্থায়নও করে না। স¤প্রতি গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু হলেই সাইট ইন্টেলিজেন্সে দায় স্বীকার করা হয়। এটা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।