জঙ্গি প্রবেশের খবরে তামিলনাড়ুতে ‘রেড অ্যালার্ট’
দক্ষিণাঞ্চল ডেস্ক
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার ছয় সদস্য প্রবেশের খবরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের তামিলনাড়ুতে। গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা থেকে নৌপথে সন্ত্রাসীরা ভারতে প্রবেশে করেছে। তারা তামিলনাড়ু বা কেরালায় হামলা চালাতে পারে বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে।
পুলিশ সূত্র জানিয়েছে, ছয় জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি নাগরিক। বাকিরা সবাই শ্রীলঙ্কার। তারা সাগরপথে ভারতে প্রবেশ করেছে। গত সপ্তাহে ব্যাঙ্গালুরুতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। এসময় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে পাকিস্তানি সন্ত্রাসীরা ভারতে ঢুকে হামলা চালাতে পারে বলে জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা।