December 22, 2024
জাতীয়

জগন্নাথ হলে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভবন থেকে নিচে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শিবলু মোল­ার (২৬) বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের নবম তলা থেকে ওই শ্রমিক পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, বিকেল ৪টার আহত শিবলুকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড গোলাম রাব্বানী বলেন, সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনটি অষ্টম তলা থেকে দশম তলা পর্যন্ত বাড়ানোর কাজ চলছিল। কর্মরত অবস্থায় সেখান থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নবম তলায় ওই শ্রমিক টাইলস লাগানোর কাজ করছিলেন। এক পর্যায়ে সেইফটি বেল্ট ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। গত ২১ জুলাই একই ভবন থেকে নিচে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *