জইশ-ই-মুহাম্মদ প্রধানকে কালোতালিকাভুক্ত প্রশ্নে চীনের ভেটোতে ভারত হতাশ
দক্ষিণাঞ্চল ডেস্ক : পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ প্রধানকে আন্তর্জাতিকভাবে কালোতালিকাভুক্ত করার প্রশ্নে চীন আবারও তার ভেটো ক্ষমতা প্রয়োগ করায় ভারত গতকাল ‘হতাশা’ ব্যক্ত করেছে। জঙ্গি গোষ্ঠীটি গত মাসে কাশ্মিরে একটি বড় ধরনের আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করে।- খবর বার্তা সংস্থা এএফপি’র।
কাশ্মীরে ১৪ ফেব্রুয়ারি ওই বোমা হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হয়। এরপর ভারত পাকিস্তানে হামলা চালায় এবং ইসলামাবাদ নয়াদিল্লীর দু’টি বিমান ভ‚পাতিত করার দাবি করে। উদ্ভুত পরিস্থিতিতে কয়েক বছরের মধ্যে ইসলামাবাদ ও নয়াদিল্লীর মধ্যে সম্পর্কের সবচেয়ে অবনতি ঘটে।
ওই ঘটনায় আত্মঘাতী হামলাকারী ভারত শাসিত কাশ্মিরের বাসিন্দা হলেও পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ জেইএম) এই হামলার দায়িত্ব স্বীকার করে।
ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র জেইএম নেতা মাসুদ আজহারকে জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসীদের তালিকায় স্থান দেয়ার জন্য চীনকে বুধবার অনুরোধ জানায়।
পাকিস্তানের পরীক্ষিত মিত্র চীন বলেছে, আজহারকে কালো তালিকাভুক্ত করতে তার বিষয়ে আরো খতিয়ে দেখতে সময় প্রয়োজন।
এর আগেও চীন এ ধরনের তিনটি প্রস্তাব ঠেকিয়ে দিয়েছে।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটা এই প্রস্তাবের অত্যন্ত হতাশাজনক ফল। চীনের সিদ্ধান্তটি গতকাল ভারতের সবগুলো গণমাধ্যমের শিরোনাম হয়।