ছোট পোশাক পরায় অভিনেত্রীকে প্রকাশ্যে থাপ্পড়, ভাইরাল ভিডিও
ছোট পোশাক পরার ‘অপরাধে’ বলিউড অভিনেত্রীকে প্রকাশ্যে চড় মেরেছিল এক যুবক। আর সেই নিকৃষ্ট ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছিলেন বলিউড তারকারা।
২০১৪ সালের এ ঘটনার ভিডিও আবারও ভাইরাল হয়েছে আন্তর্জালে। সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে অভিনেত্রী গওহর খানকে। হেনস্থা ও অপমানের শিকার হয়েছিলেন তিনি। নারী দিবসের পর হঠাৎ করেই পুরনো ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। পুরনো ক্ষোভ জেগে উঠেছে আবার। নারীদের এমন অসম্মান মেনে নিতে রাজি নন নেটিজেনরা।
কী হয়েছিল গওহরের সঙ্গে?
একটি টেলিভিশন শো-য়ের শুটিং চলছিল ফিল্মসিটিতে। গওহর খান ছিলেন সেটে। আচমকা এক যুবক দর্শক আসন থেকে মঞ্চে উঠে এসে চড় মারেন অভিনেত্রীর গালে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। ২৪ বছরের যুবক মুহাম্মদ আকিল মালিককে নিয়ে যাওয়া হয় থানায়।
আকিলের অভিযোগ, গওহর খানের পোশাক আপত্তিকর। তার উপরে তিনি যেভাবে নাচছিলেন, সেটা নিয়েও অসুবিধা হয় বলে দাবি তার।
জানা যায়, বেশ কিছু দিন ধরেই সেই শো-য়ের শুটিংয়ে যাচ্ছিলেন আকিল মালিক। অভিনেত্রীর উপর নজর ছিল তার। তারপরেই সেই অভিনেত্রীকে শারীরিক হেনস্থা করেন তিনি।
সেই ঘটনাটি নিয়ে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে। বলি নায়িকাদের অধিকাংশই সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে সুস্মিতা সেন পর্যন্ত সরব হয়েছিলেন।