May 10, 2025
জাতীয়

ছোটভাইয়ের স্ত্রীকে ধর্ষণ, ৯৯৯-এ কলের পর ধরা ভাসুর

দক্ষিণাঞ্চল ডেস্ক

ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইকবাল হোসেন সম্পর্কে ওই নারীর ভাসুর। ৯৯৯-এ ওই নারীর ছেলে কল দিয়ে অভিযোগ জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সোনারগাঁ সরকারি ডিগ্রী কলেজের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম জানান, একই বাড়িতে ইকবাল ও তার মৃত ছোট ভাইয়ের পরিবার বসবাস করে। শুক্রবার সকালে ইকবালের স্ত্রী দুই ছেলেকে নিয়ে স্কুলে গেলে বাড়ি ফাঁকা পেয়ে ইকবাল তার মৃত ছোট ভাইয়ের স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরপরই সে তার ছোট ভাইয়ের বিধবা স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে।

তিনি আরও জানান, দুপুরের দিকে ইকবালের স্ত্রী বাড়ি ফিরেই বিধবা জা-র চিৎকার শুনে তার ঘরের দিকে এগিয়ে যান এবং তাকে উদ্ধার করেন। এসময় ইকবাল পালিয়ে যান। পরে ইকবালের স্ত্রী ওই নারীর ছেলেকে ফোনে বিষয়টি জানালে সে ৯৯৯ ফোন করে। পরে সোনারগাঁ থানা পুলিশ ইকবালকে গ্রেপ্তার করে। পুলিশের এ কর্মকর্তা জানান, ধর্ষণের শিকার বিধবার ছেলে এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *