January 20, 2025
করোনাজাতীয়লেটেস্ট

ছুটি বাড়লো ৩০ মে পর্যন্ত

সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগের ছুটি সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

এর আগে বুধবার (১৩ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ছুটি ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত বাড়বে।  ঈদের ছুটিও এই সাধারণ ছটির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ঈদের ছুটির সময় মানুষের গ্রামের বাড়ি যাওয়া ঠেকাতে এর আগের চারদিন এবং পরের দুই দিনসহ মোট সাতদিন জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলবে না।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গত ২৬ মার্চ থেকে চলমান সাধারণ ছুটিতে গণপরিবহন চলাচলও বন্ধ রয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ মার্চ থেকে বন্ধ রেখেছে সরকার।

গত ৮ মার্চ প্রথম কোভিড-১৯ রোগী ধরা পড়ার পর সর্বশেষ বুধবার (১৩ মে) দেশের ৪১টি পরীক্ষাগারে সর্বোচ্চ রোগী ও মৃত্যুর সংবাদ এসেছে। এ দিন এক হাজার ১৬২ জন রোগী শনাক্ত এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। আর এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১৭ হাজার ৮২২ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ৩৬১ জন। মোট ২৬৯ জন মারা গেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *