ছুটির দিনে ভিড় কমাতে শ্রীলঙ্কায় ফের কারফিউ
করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা লকডাউন কিছুদিন আগে শিথিল করলেও ছুটির দিনে ভিড় কমাতে আবারও কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা। শনিবার মধ্যরাত থেকে দেশটিতে শুরু হয়েছে ২৪ ঘণ্টার এ কারফিউ।
করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় গত সপ্তাহে প্রায় দুই মাস পর লকডাউন শিথিলের ঘোষণা দেয় লঙ্কান সরকার। তবে মানুষজনের ভিড় বেড়ে যেতে পারে আশঙ্কায় ছুটির দিনে আবারও দ্বীপরাষ্ট্রটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারির সিদ্ধান্ত নেয় প্রশাসন
সোমবার ভোরে কলম্বো ও গামপাহা ছাড়া বাকি সব জেলার কারফিউ তুলে নেয়া হবে।
শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত মাত্র ৯৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন নয়জন। আক্রান্তদের মধ্যে পাঁচ শতাধিক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর সদস্য, বিশেষ করে নৌবাহিনীর।
শ্রীলঙ্কায় আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেক রোগীই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।