ছায়াবৃক্ষের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ
খবর বিজ্ঞপ্তি
প্রতি বছরের ন্যায় এ বছরও গতকাল শনিবার সকালে ছায়াবৃক্ষের পক্ষ থেকে নগরীর দৌলতপুরস্থ আফিল উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে দেশীজাতের ফলজ গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ খন্দকার আব্দুল হালিমের সভাপতিত্বে এবং ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ তারিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑবাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, এড. মোঃ সাজ্জাদ সরোয়ার, স্কুল কমিটির সদস্য শেখ মতিয়ার রহমান, মোল্লা কামাল মুনির, লিটন খান, সাংবাদিক খলিলুর রহমান সুমন, মোঃ মিলন, সিনিয়র শিক্ষক স ম গিয়াস উদ্দিন, সাংবাদিক এম রুহুল আমিন, শেখ মনিরুজ্জামান, গৌতম, হারু, নাদিম হোসেন, মোঃ সাগর, রাউসুল ইসলাম শিমুল, সাইফ উদ্দিন অঞ্জন, মুসফিকুর রহমান সবুজ, শেখ শিমুল, মোঃ আমানত বিন তারিক প্রমুখ।