ছাপাখানা শ্রমিকদের মাঝে সিটি মেয়রের ঈদ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
দৈনিক দেশ সংযোগ পত্রিকা সার্বিক ব্যবস্থাপনায় এবং খুলনা জেলা ছাপাখানার শ্রমিক ইউনিয়ন (রেজি: ২১৫১) এর উদ্যোগে ৪০০ (চারশত) ছাপাখানা শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী ও মানবিক সাহায্য প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় বিকে স্কুল প্রাঙ্গনে ৪০০ (চারশত) ছাপাখানা শ্রমিকদের মাঝে এ ঈদ সামগ্রী ও মানবিক সাহায্য প্রদান করেন দৈনিক দেশ সংযোগ পত্রিকার উপদেষ্টা, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান, ইউনিয়নের উপদেষ্টা ও দেশ সংযোগ পত্রিকার সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামিমুল আলাম মান্দার, যুবলীগ নেতা মাসুমুর রশিদ, পান্নু মিয়া, মো. হেলাল হোসেন, মাহিদুল ইসলাম সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।