ছাত্র ইউনিয়ন জেলা সংসদের মহান শিক্ষা দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার মহান শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ-এর উদ্যোগে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন ও অগ্নি শপথ করা হয়। খুলনা জেলা সংসদের সভাপতি উত্তম রায় শপথ বাক্য পাঠ করান।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক সৌরভ সমাদ্দার, কোষাধ্যক্ষ সৌমিত্র সৌরভ, মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রিতম সরদার, সাংগঠনিক সম্পাদক দেবব্রত শুভ, দপ্তর সম্পাদক কৌশিক মণ্ডল, ছাত্র নেতা শান্ত ঘোষ, কৃষ্ণেন্দু বাছাড়, আকাশ মণ্ডল, সৌরভ বিশ্বাস, সনজিৎ মিত্র বাপ্পী প্রমুখ।